Tuesday, October 7, 2025

𝗔𝗻𝘁𝗶 𝗖𝗼𝗿𝗿𝘂𝗽𝘁𝗶𝗼𝗻 𝗙𝗼𝘂𝗻𝗱𝗮𝘁𝗶𝗼𝗻 𝗪𝗲𝘀𝘁 𝗕𝗲𝗻𝗴𝗮𝗹




𝗔𝗻𝘁𝗶 𝗖𝗼𝗿𝗿𝘂𝗽𝘁𝗶𝗼𝗻 𝗙𝗼𝘂𝗻𝗱𝗮𝘁𝗶𝗼𝗻 𝗪𝗲𝘀𝘁 𝗕𝗲𝗻𝗴𝗮𝗹 Rule & Duty Guidelines 👇


১. আমাদের কার্যক্ষেত্র :


* দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা প্রচারাভিযান চালানো।
* সরকারি নীতি, RTI, ভিজিল্যান্স আইন সম্পর্কে সাধারণ মানুষকে শিক্ষা দেওয়া।
* ট্রেনিং, ওয়ার্কশপ ও সেমিনার আয়োজন
* স্কুল-কলেজে দুর্নীতি বিরোধী প্রচার ও শিক্ষামূলক কর্মসূচি।
* ডিজিটাল প্ল্যাটফর্ম (ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, YouTube, TV Channel ইত্যাদি) ব্যবহার করে স্বচ্ছতা প্রচার।


২. সদস্য ও টিমের দায়িত্ব : 


* স্টেট ডিরেক্টর→ পুরো রাজ্যের কাজ সমন্বয় করবেন। 
* ডিস্ট্রিক্ট ডিরেক্টর / কোঅর্ডিনেটর→ জেলার সমস্ত প্রোগ্রাম পরিচালনা ও রিপোর্ট করা। 
* ব্লক / সিটি কোঅর্ডিনেটর→ স্থানীয় পর্যায়ে ক্যাম্পেইন, সচেতনতা সভা আয়োজন।
* মিডিয়া টিম→ সংবাদ সংগ্রহ, ভিডিও রিপোর্ট, সচেতনতা ভিডিও বানানো।
* লিগ্যাল টিম / রিসার্চ টিম→ আইন, দুর্নীতি সম্পর্কিত রিপোর্ট তৈরি ও ডকুমেন্টেশন।


৩. সদস্যদের সাধারণ নিয়ম :


1. পরিচয়পত্র (ID Card) পরিধান করতে হবে।
2. অফিসিয়াল ইউনিফর্ম  শুধুমাত্র প্রোগ্রাম/ডিউটি চলাকালীন ব্যবহার করতে হবে।
3. সরকারি অফিস বা পুলিশি ক্ষমতা দেখানো যাবে না। (শুধুমাত্র তথ্য ও সচেতনতা কাজ করা যাবে)
4. যেকোনো অভিযোগ অবশ্যই লিখিতভাবে হেড অফিসে জমা দিতে হবে, নিজের নামে FIR/Complaint করা যাবে না।
5. সংস্থার ইমেজ বজায় রাখতে সর্বদা শালীন ও পেশাদার আচরণ করতে হবে।
৪. সীমাবদ্ধতা ও আইনগত অবস্থান : 
* আপনারা কোনো গ্রেফতার / জিজ্ঞাসাবাদ / তল্লাশি করতে পারবেন না।
* শুধুমাত্র RTI, তথ্য-সংগ্রহ, জনসচেতনতা, মিডিয়া কভারেজ এবং লিগ্যাল এডভোকেসি করতে পারবেন।
* দুর্নীতি বা অভিযোগ পেলে সেটা সরকারি অথরিটি (Anti Corruption Bureau, Vigilance Dept, Police) -এ ফরওয়ার্ড করতে হবে।
* ফাউন্ডেশনের নাম ব্যবহার করে ব্যক্তিগত লাভ বা হুমকি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।


৫. ডিউটি / কার্যক্রমের ধরণ : 


✅ Awareness Rally
✅ RTI Training Camp
✅ Legal Aid Camp
✅ Media Coverage on Corruption Issues
✅ District-wise Anti Corruption Workshops
✅ Partnership with Schools, Colleges 

 



No comments:

Post a Comment

দুর্নীতি শুধু একটি শব্দ নয় — এটি এক নীরব মহামারী। আজ সময় এসেছে ভয় পেরিয়ে সত্য বলার।

 “আজও আমাদের সমাজের সবচেয়ে বড় শত্রু — দুর্নীতি। ▪️ কোনো ফাইল এগোতে ঘুষ লাগে, কোনো কাজ করতে পরিচয় লাগে — ▪️ অথচ যার পাশে দাঁড়ানোর কথা, সেই সা...