Thursday, October 9, 2025

অ্যান্টি করাপশন ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল UDYAM-WB-10-0173770 নিবন্ধিত প্রতিষ্ঠান : MSME (ভারত সরকার)....


অ্যান্টি করাপশন ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল

UDYAM-WB-10-0173770

নিবন্ধিত প্রতিষ্ঠান : MSME (ভারত সরকার)

(ACF WB) হলো ভারত সরকারের MSME অধীনে নিবন্ধিত একটি সরকারি স্বীকৃত সামাজিক সংস্থা, যার মূল লক্ষ্য হলো পশ্চিমবঙ্গে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিক প্রশাসন প্রতিষ্ঠা করা।

আমাদের মিশন — সমাজের প্রতিটি স্তরে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা, নাগরিকদের সচেতন ও ক্ষমতায়িত করা, এবং এমন উদ্যোগকে সমর্থন করা যা সততা ও ন্যায়নীতিকে প্রতিষ্ঠিত করে।

গবেষণা, সচেতনতা ও সমাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা এমন এক দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে চাই যেখানে সততা হবে প্রতিটি কর্মকাণ্ডের ভিত্তি।

সরকারি-বেসরকারি সংস্থা, ব্যক্তি ও সমাজের সহযোগিতায় আমরা ন্যায়ভিত্তিক প্রশাসনকে বাস্তবে রূপ দিতে কাজ করছি।

♦️ Anti Corruption Foundation WB-এর অফিসিয়াল ইউনিফর্ম বিধি ও অভ্যন্তরীণ নিয়মাবলি নিম্নরূপভাবে প্রকাশ করা হলো —

♦️ “By-Laws / Guidelines / Internal Rule”

অফিসিয়াল ইউনিফর্ম:

🔹 নেভি ব্লু রঙের শার্ট ও ট্রাউজার

🔹 কালো জুতো ও কালো বেল্ট

🔹 সাদা অক্ষরে লেখা কালো নামফলক

🔹 কলারের দুই পাশে রূপালী রঙের ‘ACF’ ব্যাজ

🔹 ডান বাহুতে অফিসিয়াল লোগো

👉 এই নিয়মাবলি সকল সদস্য, কর্মকর্তা ও কর্মচারীর জন্য প্রযোজ্য।

Prosenjit Chowdhury 

📞 যোগাযোগ: 9477763792 / 8274046330

✉️ ইমেল: [anticorruptionfoundationwb@gmail.com]


দুর্নীতি শুধু একটি শব্দ নয় — এটি এক নীরব মহামারী। আজ সময় এসেছে ভয় পেরিয়ে সত্য বলার।

 “আজও আমাদের সমাজের সবচেয়ে বড় শত্রু — দুর্নীতি। ▪️ কোনো ফাইল এগোতে ঘুষ লাগে, কোনো কাজ করতে পরিচয় লাগে — ▪️ অথচ যার পাশে দাঁড়ানোর কথা, সেই সা...