🟩 ANTI CORRUPTION FOUNDATION BOARD OF DIRECTORS AT DISTRICT/STATE TEAM JOINING BENEFITS :-
1. Legal team support
2. Media team support
3. Vigilance and advisory team support
4. Financial support for awareness activities
5. Training support
6. Motivational seminar and Awards at National level
7. Leadership growing skills training support
8. CSR Project support
9. Working with state and central government department support
10. Social status building support
☎️ 9477763792 / 8274046330
অ্যান্টি করাপশন ফাউন্ডেশন WB হলো একটি সরকার অনুমোদিত সংস্থা, যা MSME-এর অধীনে নিবন্ধিত। আমরা পশ্চিমবঙ্গে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিক শাসনকে প্রচার করার জন্য কাজ করি। আমাদের মূল লক্ষ্য হলো দুর্নীতি প্রতিরোধ করা, নাগরিকদের ক্ষমতায়ন করা এবং এমন প্রোগ্রাম ও উদ্যোগের মাধ্যমে সততা ও ন্যায় প্রতিষ্ঠা করা।
গবেষণা, সচেতনতা কর্মসূচি এবং কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে আমরা একটি এমন সমাজ গড়ে তোলার চেষ্টা করি যেখানে সততা ও ন্যায় সকল কর্মকাণ্ডের ভিত্তি। আমরা প্রতিষ্ঠান, ব্যক্তি এবং সিভিল সোসাইটির সঙ্গে অংশীদারিত্বে কাজ করে দুর্নীতিমুক্ত শাসন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করি।


No comments:
Post a Comment