“বন্ধুরা, আজ আমরা এমন এক সময়ের মধ্যে বাস করছি—যেখানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা মানে সাহস দেখানো।
▪️ কিন্তু, প্রশ্ন হচ্ছে—এই সাহসটা দেখাবে কে?
▪️ আমরা যুব সমাজই তো দেশের ভবিষ্যৎ!
▪️ দুর্নীতি, ভীতি আর অন্যায়ের কাছে মাথা নোয়ানো নয়—
▪️ সময় এসেছে Anti Corruption Foundation WB - এর পতাকা হাতে তুলে নেওয়ার!
▪️ সময় এসেছে বাংলার প্রতিটি জেলা, প্রতিটি পাড়ায়, প্রতিটি ঘরে ন্যায়ের আলো পৌঁছে দেওয়ার।
▪️ আমরা চাই এমন এক প্রজন্ম—যারা ভয় পাবে না, থামবে না, ন্যায়ের পথে এগিয়ে যাবে।
▪️ এখানে আপনি পাবেন সম্মান, দায়িত্ব ও সমাজের জন্য কাজ করার সুযোগ।
▪️ আমাদের মিশন একটাই—
♦️ দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা, ন্যায় ও সততার ভারত গড়া।
▪️ আর এই মিশনে যুক্ত হতে পারে—তুমি, আমি, আমরা সবাই!
▪️ আজই যোগ দিন Anti Corruption Foundation WB
▪️ কারণ পরিবর্তন শুরু হয় একটি সিদ্ধান্ত থেকে—
▪️আর সেই সিদ্ধান্ত আজ আপনিই নিতে পারেন।
▪️ মেম্বার হয়ে সমাজে নেতৃত্ব দিন।
▪️ নিজের জেলা ও এলাকায় কাজের দায়িত্ব নিন।
▪️ সরকারি-বেসরকারি জায়গায় সঠিক তথ্য, সচেতনতা ও সাহায্য পৌঁছে দিন।
👉 এখনই যুক্ত হোন —
📍 Anti Corruption Foundation WB
📞 যোগাযোগ করুন সরাসরি আমার সাথে।
৮২৭৪০৪৬৩৩০ / ৯৪৭৭৭৬৩৭৯২
🌐 সচেতন হোন, সৎ থাকুন, সমাজ গড়ুন।








